আমি কালো দাগ টেনে দেই প্রশস্থ রেখায়
ঢিমে তালে তাল রেখে উড়েছে
সহস্র বলাকা অহরহ যেখানে
সেখানেই এক রাত্রি সমান গভীরতায় অন্ধকার
-তাহার আয়ত ভ্রু জোড়া ক্রমশ কেঁপে উঠে প্রতিবার ; বার বার
অস্থিরতায় সীমাহীন কষ্টে মেতেছে তান্ডব
অজানা দুপুরের বিষাক্ত ছোবল শেষে ভেসে গেছে
দুর নগরীতে সেই সব রাত
এবং দিনের স্পন্দনে
যারা এসেছিল তাহারাই শুধু
এক পশলা বৃষ্টিতে ভিঁজে যাওয়া কাকের আদলে
দাড়ায়
সেই ল্যাম্পপোস্টে
তাহারাই একদিন এক গল্পকথায় পরিধি এঁকেছে
র্নিঘুম বিকেল ঘনালে
চুপি চুপি
আমি শুধু এঁকে দেই গভীর কালো কাজল রেখা
-পথিকের পথ চলা-
