Friday, March 7, 2008

আমি অনুমান করছি ; করছি না


আমি অনুমান করতে চাইছি না কারন অনুমান করাটাই পাপ
আমি বেশিক্ষন অবাক হতে পারছি না কারন অবাক হতে পারি না র্নিভয়ে
তবুও গুনছি দিনকাল আর উচ্ছসিত রাত্রিবাস
আমি অনুমিত হতে চাইছি নাঅথচ পৃষ্ঠার পর পৃষ্ঠা ছিড়ে ফেলছি ওর অর্ধাংশে বিচলিত ইন্দ্রিয়প্রবনতা
বায়ান্ন পৃষ্ঠায় হতবাক আন্তর্জাল মেলছি ;
অতঃপর র্নিবাক একটা ছবির পেছনে মিলিয়ন ডলার ব্যয় হতে পারে
জেনে নিয়ে আমি উচু মাত্রায় ফিগারিনা দেখছি

- অরণ্যদেব আমি একটা পাপ করছি না


সে বসে আছে সফেদ শুভ্রতায়
অথচ একটা কবিতা ভেবে আমি কালো শাড়ীটার উড়ে যাওয়া আঁচল অনুভব করেছি
সুগন্ধ নেই পাশ ঘেষে
উড়তে থাকা ব্লু ওশ্যান কিংবা রিমঝিম

-শাইন্‌ড ঠোটের কাছে হেসে উঠে এক চিলতে
চুল সরে আসে চোখের কাছে

-আমি অনুমান করছি না দেখছি দেয়াল,
পেইন্টিংস সাদা-কালো খয়েরী রং,
শিরিন আর প্রতি সেকেন্ডে পাপ করছি ;

অনুমিত পাপ

- অরণ্যদেব একটা পাপের কত মূল্য দিতে হয় আমি জানি না

(৮-১২-০৭ইং)

No comments: