Wednesday, March 19, 2008

ঘুমন্ত প্রিয় মানবী

ঘুম
বন্ধ চোখ
মাঝে মাঝে ঠোটের নড়াচড়া
মৃদু উত্তাপে নিঃশ্বাস।

মৃদু ছোঁয়ায়
কেঁপে কেঁপে উঠে
শান্ত স্নিগ্ধতায় ঘুমন্ত প্রিয় মানবী।

এক হাত বাড়ায়,
বাড়ানো হাতে
অবারিত ভালোবাসা।

ঘুমের গভীরে
কাছে আসা
দূরত্ববিহীন।

রেশমী চুড়ির শব্দ
কাঁচের ঠুকাঠুকি,
শব্দে শব্দে আমার ভালো লাগা
পিয়ানোতে সুর তোলা।

ঘুমে ঘুমে বালিশ বদল
বালিশেরা কথা বলে
বদলে ফেলে অনুভুতি।

রাতের গভীরতা যত বাড়ে
বাড়ে কম্পন,
মৌনতায় বাড়ে
বাড়ে স্পন্দন
প্রিয় মানবীর ঘুম
ঘরময় দ্য ভিঞ্চি
মায়াবী আলো ছড়ায়
রাবিন্দ্রীক তরংগে।

মোহময় স্বপ্নেরা
আবিষ্ট করে রাখে
সব কিছু।

No comments: