Friday, March 7, 2008

মাংস কাটার রসায়ন

কেমন করে দ্বিখন্ডিত হয়ে যাচ্ছি
সেটা বুঝতেই খুলে গেল সুতোর ভাঁজ
কিংবা কিভাবে ক্ষারকসমেত দ্রবীভুত হয়ে যাচ্ছি

সেটা অনুভব করতেই ঝরে গেল
চিরহরিৎ বৃক্ষ বা পুরো রেইন ফরেস্ট
একটি লাল গোলাপ কিংবা দুটি কখনো সহস্র

একি কথা বলে হয়তবা সকাল নামে
নচেৎ
প্রলয়ংকরী বাতাসে ভিজে যায় বৃষ্টিলীন

মাটির কাছে অযথা পড়ে থাকে
দুটি পাতা কিংবা একটি কুড়ি নির্ভার শাপলায়
ভাসতে থাকে
অগভীর দীঘির জল

কেমন করে কাটা হবে কসাইখানায় কিংবা ওর জিঘাংসায় সেটা পুরোটাই রসায়ন

বুদবুদ হাওয়ায় নিরুপিত স্বপ্নে নেহায়েৎ একটা বুলি
জেনে
সফেদ রক্ত ক্ষরন হতে থাকে চোখ হতে
চোখান্তরে

.....তবুও বলি মাংসগুলি অন্ততঃ সাজিয়ে রাখো তোমার পসরায়

No comments: