Friday, March 28, 2008

তুমি আছো, তুমি নেই

তোমার দেখা নেই অনেক টা বছর ।

কত শরৎ এলো গেলো, কত মধু পূর্ণিমা ।

তুমি রয়ে গেলে দূরান্তে
দুরতমা এক দ্বীপে এর

নীড় ঝরা বসতিতে।

প্রতিটি অমাবস্যায় অন্ধকার রাত্রিতে আলো জ্বলে,
তোমার স্ফটিকতা য় দুর; থেকে থেকে চলে আসা নিশ্চল সমুদ্রের কাছাকাছি
মহাদেশীয় এক নৈকট্যে
আমি অনুভব করে যাই,
তুমি নেই তুমি আছো ।

তুমি আছো হয়তবা
অনেকটা প্রহর জুড়ে
যতটা পথ পাড়ি দিয়ে আজ শরৎ হেমন্ত কাছের শীত।

তবুও তুমি আছো
তুমি নেই অনেকটা বছর।

No comments: