Tuesday, March 18, 2008

ব্রাউন কালার ওয়্যাক্স

ব্রাউন কালারের চকমকি ওয়্যাক্স গুলো ঠোটে পড়তেই
তোমার ঠোট অনেক আলো আঁধারি কথা বলে দিলো।

শান্ত হতে থাকো তুমি। অশান্ত ওয়্যাক্স ছুঁতে থাকো ।

বাম পাজরের কোনায় গেঁথে থাকে বুলেট,
বুলেটপ্রুফ জ্যাকেট তো আমি কখনই দেখি নি তবুও ওয়্যাক্স অশান্ত হতে থাকে।

কলাপাতা রংয়ের একটা আঁচল নামতেই থাকে
গোড়ালি অবধি ।

ব্রাউন কালার ওয়্যাক্স সিক্ততায় নিরব হতে থাকো তুমি। গ্রানাইট সন্ধ্যা নামতেই থাকে।


বাম চোখে কিছু একটা পড়েছে। বেশ খচ চখ করছে বেশ কয়েক রাত। সবুজাভ আচঁল অস্থিরতায় অস্বাভাবিক নীল রং গাঢ় হতেই থাকে

যতটা পৌছায় ।

কলাপাতা সবুজ বিষাক্ততায় স্নিগ্ধ হতে থাকো তুমি,
প্লাটিনাম সৌকর্য্যে রাত যৌবন পেতে থাকে।

বাম হাত অবশ হয়ে পড়েছে বলে অবলীলায় তোমাকে ছুঁতে পারিনা বেশ কয়েক রাত। নীলাভ স্নিগ্ধতায়।

ব্রাউন কালার ওয়্যাক্স খসে পড়তেই থাকে।

No comments: