Tuesday, March 18, 2008

এ শব্দেরা আমার ।

শব্দেরা কবিতা আঁকে জীবন্ত তো বটেই ! হাই টেক না হোকপ্রিয় মানবীর কথা তো বলে।
শব্দেরা ফুটপাতে হাটে বস্তিতে খেলা করে, শৈশবে মিশে থাকেসময়ের দিনলিপি সাজায়।
শব্দেরা বুকশেল্ফ ছেড়ে কৈশোরে দুরন্তপনায় বেকারত্বের তীব্রতায় জ্বালায়।

শব্দেরা পোড়ায় আগুনে ঝর্না কলমের ছোটাছুটি উপচে পড়ে খাতায় খাতায়।
শব্দেরা আমাকে ডাকে তোমাকে ডাকে মায়ের হাত ধরে পিতৃত্বের বোধগম্যতায় স্মৃতির খসরা পান্ডুলিপি।

শব্দেরা কবিতা না হোক,
না হোক রুপ বদলের প্রসাধনী
র্দূবোধ্যতার হাহাকারে প্রতারনার ভাব বিনিময়।

শব্দেরা কিছু না হোক তবুও জীবনের কথা বলে।

কবিতায় না হোক ; গদ্যে হোক !!
ছন্দে না হোক
প্রবন্ধে হোক।
তবু ও এ শব্দ আমার !

No comments: