Friday, March 28, 2008

রাতের দ্বিপ্রহর

মাঝে মাঝে
সপ্রতিভ এক একটা ক্ষন ফিরে ফিরে আসে।

অবসন্ন মৌনতায়
রাতের দ্বিপ্রহর।

ঘড়ির শব্দেরা টিক টিক শব্দে জেগে থাকে।
সুপ্রশস্ত খোলা কাঠামো
ভাংগা গড়া শেষে
এলানো বালিশ জড়ানো
অগোছালো বেডশীট সিঞ্চনে ক্লান্ত পড়ে থাকা অবগুন্ঠন
অধীর আগ্রহে ভালো লাগা এক সাক্ষর।

তৃপ্ত চাতকিনী অতৃপ্তি লুকায়
যতটুকু ছিলো ততটুকু মেটায়।
মৌনতায় পড়ে যাওয়া গ্লাসসাইড টেবিল গড়িয়ে ভেজায় ফ্লোর।

কাঁচের টুকরো
ভাংগা কাঁচ
মৌনতা ভেংগে খান খান
চুরমার।

শব্দেরা জাগে
রাতের দ্বিপ্রহরে।
আর কেউ জাগে না ???

No comments: