Friday, March 28, 2008

মৃগয়ারা কেমন আছে?

জীবানুরা কথা বলে, দরজা খোলে
প্রতিটি দরজার পাশে একটা হতদরিদ্র কলিং বেল ছুঁয়ে
কথা বলিয়ে একজন নিরাপত্তা জীব
অনু লিফট ধরে গ্রাউন্ডেড হয়।

কথা ছিলো সাফারি পার্কে আবার দেখা হবে
তিনজন তিনভাগ হয়ে আধমরা শিকড় ধরে শুষে নেবে অটো রেইলের স্লিপার।
বিকেলের বৃষ্টিটা মাটি করে দিয়ে চোরাবালি
চোরা পায়ে স্কেটিং আইসল্যান্ড ধরে স্নোফল খেতে শুরু করে।
ল্যান্ডেড জীবানু উড়ে যেতে চায়
ডানা ভাংগে অবলীলায়
কথা বলে মৃত সাবেরের দুই দুয়ারে।

এক দরজা খোলে,
কথা বলে তিনজন
জীবানু কিংবা মানুষ
অনিয়মে কলিং বেল চেপে রাতের ঘুম কেড়ে নিয়ে
হিটার নিভে যেতে যেতে
সবাই চলে যায় প্রহসনের ট্রেইল ধরে,
গ্রাউন্ডেড হতে থাকে কিছু মানুষ আর কবিতা
এক হাতে তাদের শেষ চিঠি।
মৃগয়ারা কেমন আছে ?

No comments: