Thursday, April 3, 2008

আমি

সদর দরজায় দাড়ানো আমি চুপ হয়ে থাকে প্রতিটি
রাতের আধাঁরের কাছে

নির্জন এক ক্ষন
হেঁটে হেঁটে আমাদের বারান্দায়
কালো ছাঁয়ায় অনবরত মিশে যায়
ভেংগে যাওয়া ধূমকেতু ছুটে যায়

প্রতি রাতে
ধুলোয় মেশে এক জীবন
ঘনো ছাইরং খনিজেরা উঁকি দেয়

দেয়াল টপকানো আমাদের আমি
সপ্তর্ষি তারার খোঁজে পথ চলা শুরু করে

No comments: