Tuesday, April 1, 2008

সেপ্রইড বরফকুঁচি

প্রায়শই আমি স্নো-ফল্ড হয়ে যাই।

জিলেট ফোমেরা ঝরে পড়ে সারা গাল বেয়ে। ছড়ায় স্তরে স্তরে।

সীমানার বলিরেখায় ঘাসেরা বুনো হয়ে ছিলো এতোকাল।

ফেনিল মিশ্রনে আস্তরায়িত হতে থাকে ত্বকেরা
মসৃন অবয়বে দীর্ঘ উপত্যকা একাকী শুন্যতায়।

-একটা দক্ষিনায়নের ট্র্যাক ধরে কাঁটা যেতে থাকে সমতলভুমি

উত্তরের হাওয়ায় আজ বিকেলের শৈত্য প্রবাহ। কাঁপতে থাকে জিলেট। সেপ্রইড বরফকুঁচি।

সবাই শুন্যে উড়তে থাকে-

No comments: