Thursday, April 3, 2008

বাহুবন্ধনী

ওরা বাহুবন্ধনীর কথা বলেছিলো।

বাহুরা বন্ধনের কাছে এসে জড়ো হতেই দমকা হাওয়া
আঁচল উড়ায়
নেমে আসে তর তর করে মাটির কাছে
এক লহমার স্নিগ্ধতা

দিনবদলের পালায় ফিকে হয়ে আসে

ফ্যাকাশে রংয়ের পাখিরা উঠোন ছেড়ে
যায়
বাহুবদ্ধ হতে
থেমে থেমে কোন এক বসন্ত আসবে ছুঁয়ে
হয়তবা শুন্যতায়
বন্ধনহীন বাহুরা একাকার হয়ে হয়ে

No comments: