Wednesday, April 2, 2008

চড়ুই পাখি

দু’একটি রোজ এসে বসে আমার জানালায়।

চড়ুই পাখি গুলো হর দমছুটো ছুটি। ছুটি নেই। ঠোঁটেরা ঠোঁট রেখে কিচির মিচির

দূর অন্ত অবধি রোজ সকালে দেখি।
বাঁধা শিকেরা বেঁধে আছে নিয়মে
পরম আত্মায়।

চড়ুইয়েরা খেলা করে। টিনের চালে সীমেরা মেলে থাকে।
বারান্দায় ছিটানো ধানেরা আকাশের নীল পর্দায় মেঘেরা হেটে যায়।

ওরা আসে । ওরা থাকে। ওরা মিশে যায়। আমার প্রতিবেশী । চড়ুই ভাতি হয়।

No comments: