Friday, April 4, 2008

তুমিহীন

নেমে যাই বিস্তর মাটির নীচে তোমাকে ছুঁতে
যতটা অবগাহনে প্রিয়া তুমি পিয়াসী হতে।

মাটিরা দেবে গেলে
তুমি আসবে বলেছিলে
পানিরা ডুবে গেলে
তুমি হাসবে বলেছিলে।

কত রাত বিনিদ্র কেটেছে
প্রতি রাত শেষে মনে এঁকেছে
স্বপ্নেরা রাত দিন
একাকী তুমিহীন।

তুমিহীন
তুমিহীন
তুমিহীন
নেমে যাই বিস্তর মাটির নীচে তোমাকে ছুঁতে
নিজের মাখে নিই

বিলীন
বিলীন
বিলীন।

No comments: