Wednesday, April 2, 2008

তৃতীয় নয়ন

তৃতীয় নয়নে তৃতীয় দৃশ্য দেখে যেতে চাওনি।

অরুণিমা তোমার হাতের চুড়িরা ছলকে উঠে
লহমায় লহুময়

হয়ে চলে দিন রাত্রির নিদ্রাবিলাসে।

প্রতিবিম্বে আয়নায়িত হয়ে থাকা প্রতি ফল
বির্সজিত রাশি রাশি স্বপ্ন অ ধরা হয়ে থাকে
তুমি তৃতীয় দৃশ্যে
যবনিকায় কপোলের কাছাকাছি।

মাঝামাঝি এক পশলা বৃষ্টিতে তৃতীয় নয়নে
হেসে উঠে অরু ণি মা

দিনের সবশেষে
কিছু স্বপ্ন ফেরায় ।

No comments: