Friday, April 4, 2008

ধূসর চোখ

ধূসর চোখগুলো দেখে দেখে আছে পৃথিবীর মরূভুমি
জীবন্ত আলোরা কচিৎ গ্রীবালগ্ন
প্রদক্ষিনরত চোখময় নীল মাছগুলো বেঁচে আছে

ইথার তরঙ্গে কেঁপে কেঁপে আছে পৃথিবীর জলাভুমি
মৃত শব্দেরা নিরলস বাহুবন্ধনে
পথহাটা পথিকেরা ফরমালিন মিশ্রিত হয়ে হয়ে
দিন গুণছে সমীকরন
+
বিষন্ন আই-শ্যাডোগুলো নড়ছে অনবরত।

No comments: