Thursday, April 3, 2008

গতরাতের বাগান বিলাস

মাহজাবিন তুম এতনা না টুট যাওকে
ম্যায় ভুল যাও তুমি কেঁদেছো গত রাত।

চুপিসারে থেমেছ বাগান বিলাস
বিলাসী রাতের লাজাওয়াব পালে
ঘাসেরা গা বেয়ে উঠেছে পাঁচিল অবধি
ছড়ানো কামিনী ডালের মোহে থেমে থেমে।

তুম টুট না যাও বেগায়্যার
কোয়্যি রিসতা আজনাবী হতে হতে
ক্যায়ামাতকে এনতেজার ম্যায়তো কাভি ভি নাহি কিয়্যা
তুম না করো আয়সা কুছ,
নাজনীন তোমহারে হাতোকে রেখায়ে বেগাওয়া হো যায় ।

সকাল আসতেই জড়ো হওয়া কুয়াশারা ভেদ করে দেয়াল
দেয়ালের ফাঁকে ফাঁকে ঘনো ফিজা আর
তুমি হাটছো রেইল লাইনের ট্র্যাক ধরে
কাঁদছে স্লিপার আর নুড়ি
মায়ুস সূর্য একাকী ।

আমি আছি দাড়িয়ে একেলা তুমহারে পায়েল শুনবো বলে।

No comments: