Wednesday, April 2, 2008

জনপদ

একটা রাতের কথা তারা বলেছিলো।
তারারা যুবতী রাতের অপেক্ষায়।

এক রাশ শুন্যতায় অপেক্ষমান যাত্রীরা প্লাটফরমে । প্লাটফরমগুলো ক্রমশ সরে যায়।

একটা নৈশ ট্রেনের আসবার কথা। তারাময় রাতে।

বহুদুরে বুলেটিনে শোনা যায় নগরজুড়ে অসহযোগ। অবরোধে বেসামাল ট্রেন চালক।

রাতেরা অন্ধকার হতে যতটা গভীর অরণ্যে । যাত্রীরা সুনশান নিরবতায় ঘুমিয়ে যেতে থাকে।

শেষ রাত্রিরে টরে টক্কা শব্দে জানলো সবাই।
আগামীকাল হতে সৌর কলংকের ছোঁয়া লাগবে এই জনপদের আকাশজুড়ে।

No comments: