Friday, April 4, 2008

একটি পললভুমির কথা

সন্ধ্যা হলেই
অনেকগুলো আধাঁর একসাথে এসে থামে ।

বিরক্ত হতেছে পৃথিবীর পর্বত এবং নদীগুলো
ক্ষিপ্ত হতেছে সবুজ মাঠ এবং ঘাস
তবুও কালবৈশাখী ঝড় এলে

যতবার বুকের ভেতর ক্ষরন হতে থাকে; বাড়তেই থাকে শকর্রা

হ্রাসমান ক্রিয়ায় কাঠামো নড়ে উঠে ; শব্দে

ক্রন্দনে

অনেকটা বছর পেরোনো
খাদ্য আধার হতে বিকিকিনি শেষে অমায়িক সারল্যে
ধীরে ধীরে বয়ে যাওয়া
ঝর্না শুকায়

অসহায় চোখ ; কাঁদে তৃষ্ণায়
খরস্রোতা নদীর শব্দে সন্ধ্যা বাতি জলে, ম্যানগ্রোভে কাঁকড়ার ঝাঁক

-একদিন সব মৃত্তিকায় কাদা হবে ; নোনা জল মিশে যাবে

এই লেখাটি এখানেও পাবেন =>

No comments: