Thursday, April 3, 2008

শর্মী তুমি তিনটায় ফেরো রোজ বাড়ী

শর্মী তুমি তিনটায় ফেরো রোজ বাড়ী।

বাড়িতে খেলা করা সফেদ শব্দগুলো অবসন্নতায়
প্রাণ পেতো দুপুর গড়িয়ে সন্ধ্যা অবধি
ধরে রাখা অনামিকা কড়ায়
সোনালী চমকে আঙ্গুলেরা হেলে দুলে এঁকে নিত
অমোহ অনেক শব্দ
তুমি কাছে থাকতে হাতল ধরে
হাতলেরা কাছে মেলে দিত গভীরতর রেখা।

কাছে আসতেই নিজ মনে বলতাম
এক্সট্রিম বিউটি !

তুমি নিজ মনে হেসে উঠতেই
অধরা কাঠামোতে শুরু হতো
অসময়ে বিদায়ের বাঁশি।

শর্মী তুমি তিনটায় ফেরো রোজ বাড়ী

আজ ফেরো নি। গতকালও না। কয়েক সপ্তাহ জানি না।
হিসেব করিনি।

মিস ইউ টু মাচ জেগে উঠা মনেরা
অপেক্ষায় থাকা কড়া রোদে চকমকি পাথর ঘষে দিয়ে
আগুন ধরায় জানালার পর্দায়।

রোদের মেলে ধরা বাতাসে পারফিউমড সন্ধ্যা অবধি
মিস করে আছে ইউ টার্ন করা তোমার লেফট আর্ম।

দুপুর দুটো হতেই ঘড়ির কাঁটারা স্লথ হতে থাকে
কোনকালে পেরোবে সেকেন্ডগুলো

ভাবছি বসে বসে .. .. ..যেখানে আমার সফেদ বাড়ির ছাদে শুন্য চেয়ার বসে আছে

প্রলম্বিত আকাশের বদলে যাওয়ায়।

-শর্মী তুমি অনেকদিন বাড়ী ফেরো নি

No comments: