Wednesday, April 2, 2008

নৈশ ক্ষনে কয়েক টুকরো কথা


একবার স্নিগ্ধাকে বলা হয়েছিলো
যেবার শৈত্য প্রবাহ বেড়ে যাবে
ফিরে এসো সেই নৈশ ক্ষনে
প্রহরায় থাকা বুল ডগদের খোড়া পা মাড়িয়ে।

যখন হেটে চলা ছাদেরা পরম উৎসাহে যতটা ঘর্মাক্ত হতেছিলো ততটা উষ্ণতায়

পরতে পরতে ছড়ানো অর্কিডে
একদিন সে এসেছিলো।
সিফনে ধূমায়িত আলোয়।

নোয়ানো স্বপ্নেরা মেতেছিলো।
স্নিগ্ধার পরম নিশ্বাসে বার বার উঠেছিলো
হিমহিম করা নিশ্বাস।

নিশ্বাসে বাতাসে ভাসতেছে জোছনাবিন্দু।
তাবৎ কথারা র্নিদ্বিধায় বলতেছে । অনবরত কয়েক টুকরো কথা।


দূরের রাস্তায় যতটা আনমনে হেটে যায় টহল পুলিশের দল,
বাড়ির নৈশব্দের অন্দরমহল যতটা অন্ধকারাচ্ছন্ন,
যতটা দূরত্বে আমার চার রং আ প্রচ্ছদ,
ধ্রুবক চিহ্নেরা যতটা মৌলিক ততটা গভীর হতে থাকা রাতের ছাদ

আর
চারপাশ ঘিরে রাখা রেল ইং ইন হতেছে অনেক মমতায় স্নিগ্ধা তোমার সিফনে মিশতেছে একরং আ

আনবিক প্রশস্থতায়।

ঝিনুকের মুক্তোয় ভালোবাসা জমতেছে নৃত্যরতা উর্বর মৃত্তিকায়।

তোমার ডানপাশের বাহুমূলে বাঁধা সোনালী কবচ নিরাবরন আবহে বেশ দৃঢ় নয়
তবুও তুমি হাসতেছো নচেৎ কাঁদতেছো।

নৈশক্ষনে এক টুকরো কথা রেখেছো।

No comments: