Saturday, July 19, 2008

তাহার একটি কবিতা চাই

আমি ক্রমশঃ সরীসৃপ হতে থাকি যখনি
সে ছোঁয় ; ছোঁয় লাল-হলুদ ফুল ।

সে ধীরে ধীরে কাছে আসে
আসে বুকের গহীনে
উষ্ণ হতে থাকা কেশরজুড়ে হেঁটে যায়
দীর্ঘ চন্দ্রিমায়
দেয়ালে টাঙ্গানো সবুজ পাতার মতোই
সে ছুঁয়ে যায়
এলায়িত চাঁদর ; ওপারে তাহার নির্ঘুম রাত
ছেড়ে আসে বৃষ্টির শব্দ
রিম ঝিম প্রলয় নৃত্যে ক্রমশ
লেপ্টে থাকা
ত্বকে ত্বক

চুম্বনে জেগে থাকে
কতকাল ধরে শুয়ে থাকা তাহার নিশ্বাস
যুবতী রাতের ঘনত্বে
সে অতঃপর ছোঁয় ; ক্রমশ কথা বলে
একাকী একটি কবিতা হাটঁছে ভরাট বৃত্তজুড়ে-

এবং
কখনো কিংবা এখনো
কবিতা তাহার চাই ; অথচ আমি
ফুল আঁকি লাল-হলুদ এবং তাহার প্রজ্জ্বলনজুড়ে আমার প্রশস্থ হতে থাকা
হাতেরা
হতে থাকা সরীসৃপ
পার করে
উপত্যকা

জলডুবি হতে অন্যত্র ঘাঢ় হতে থাকা সবুজে
আজো তাহার একটি কবিতা চাই এবং আমার লাল-হলুদ...

No comments: