Tuesday, November 25, 2008

স্বপ্নভ্ঙ্গের সুর

সন্ধ্যা হলেই
স্বপ্নভঙ্গের সুরগুলো অযথা আনচান করে ফেলে

ঝুলানো পর্দা - অগোছালো কাপড় - সদ্য ছাদ হতে নেমে আসা
কমলা রোদ

আমি দেখি নগ্ন পা -

যত্রতত্র লাল - নীল ব্লক এবঙ কিংকর্তৃব্যবিমূঢ় সন্ধ্যাবাতি
এবং
যতবার গীটার ছুঁয়ে দেই স্বপ্নের সুর উঠে
বাজে টুংটাং - টাংটুং

সুরে সুরে

স্বপ্নগুলো নামতে থাকে সিড়ির পর সিড়ি
অচেনা চাঁদর ঝুলে থাকে - কোনার ঘরটাতে

আমি দেখি পিরামিড - সাদা রং মুছে গিয়ে কালো ছায়ার আড়াল

দেয়ালে ঝুলানো

হাটঁতে থাকে তারা রাতের ঘুম পেরিয়ে - প্রতিরাত শেষে ভেংগে পড়ে কোন এক দ্রাঘিমায়

No comments: