Wednesday, March 5, 2008

নীল

তিনি আজকাল দুঃখ প্রকাশ করেন না
কিংবা
পশ্চিমাকাশে ধূসর আসমানের মাঝে
দীর্ঘ আলো

অথচ সর্বত্র
কমলা রং পাড় হতে ঝরাতে থাকেন
অসম নীল

অন্যত্র
রুপালী নুপূর ছুঁয়ে কিছু কিছু ঘোলা জল

No comments: