-Your Dearest wish will come true.
পতঙ্গপাল উড়ে যায় একদিন
নেমেসিস কবরে
খোড়া হলে জেগে উঠে সেই মমি
মৃতবাক স্বপ্নের আলো-ছায়ায়
ভেবে ভেবে
রাত হবে কামাতুর স্বপ্নে
জ্ঙ্গল ছেড়ে আসা সুকোমল শোষনে একদিন
তাজা তাজা হতে থাকে
সবুজ শীতের রকমারি কুঞ্জনে
পিঠের গন্ধে হঠাত্ ঘাবড়ে যাওয়া তারকাটা চাকা
ঘুরে যেতে থাকে বিপরীত মুখী ভ্রমনে
থেমে আছে সময়; সুসময়ের আশাংকায় একদিন
ফুলে ফেঁপে যাবে নদীর যৌবন
যদি বর্ষা নামে
অভুক্ত পাখির পালকে এই ন
ছেয়ে যাবে ঝরা পাতার আঙ্গিনায়
পলকে পলকে ঋতু বদলাবে একদিন
বদলানো ভ্রষ্টতায় পাল্টে যাওয়া আব্রুতে
শিকল ভেঙ্গে গেছে জেনে
তারা আবার ফিরে আসবে
সুপেয় পানীয় জলের সন্ধানে
-Day returns the limit when u are dreaming.
Thursday, March 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment