Thursday, March 6, 2008

দশাক্য


অনামিকার ব্যবচ্ছেদ ছিলো, আমি ওর আঙ্গুল ছুঁয়েছি ...


সে গণহত্যা শেষে চক্রাকার জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল


আপনার হাতে আমি লোমশ মেষবালকের ছবি এঁকেছি


কমলা রংয়ের রোদের তীব্রতায় নেমে এলো শীত আর বসন্ত সে তো দিল্লী বহু দূর !


মিসরীয় এক মমির মুখাবয়বে অনেক স্কাল্পচার আছে, কল্পনাপ্রসূত বটে


সিলিং থেকে শুণ্যে ধীরে ধীরে পতিত হলো পাখা আর শুণ্যতা


ফিরে গেলো জলপাই রং ঘেরা সব কিছু তবুও অস্থিরতা বাড়ছেই


রাত পোহালেই সকাল হবে জেনেও অন্ধকারে হাতরে গেছি আলোকবর্ষ


সামনেই কৃষ্ণচূড়া মেলে দেবে অমায়িক প্রসন্নতা আর হাস্যোজ্জল বিজ্ঞাপন

১০
জ্বল জ্বল করবে নিয়ন আর বেলকনিতে অপেমান সূবর্ণলতা

No comments: