অথচ ওরা বাড়ী গেলো না; গেলেই এবার খেলায় বসে পড়তাম ৷
ছুটে বেড়াতাম নদীর ধার; পড়তি বিকেলের লাজবন্তী আবহে৷
ক্রিং ক্রিং ক্রিং ......
এনালগ শব্দে কিস্তিমাত !
বাঁজছে অনবরত মাথার ভেতর কোষে কোষে ধাক্কা ;
অনুতাপে মুষড়ে পড়া বেহাল পারিষদে একাকী বাশিঁ বাঁজছে ৷
কথা হলো; সামনের বসন্তে নতুন পাতা গজালেই সরে যাবে হৈমন্তিপুর
আরেকটু বামের কক্ষপথে ৷
তারপর সেখানে বসতি
......পাশা খেলবো রে
Thursday, March 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment