Friday, March 7, 2008

মাছরাঙ্গা


সকালের কুয়াশা ছেড়ে যাওয়া রোদে কৌণিক দূরত্বে নেমে আসে যে মাছরাঙ্গা

জন্মেছিল গতকাল অন্ধকার সন্ধ্যায় পুষ্ট যৌবন নিয়ে ডুব দিয়ে গেছে

পানির ত্বকে ত্বকে উড়ে গেছে তারি ছায়া ধরে রাখা বৃক্ষের ডালে
বহুকাল আগে তারি এক পূর্বপুরুষ এসেছিল এই মৃতপ্রায় পানির কাছে
পাড় উঁচু হয়ে থাকা কবরের কাছে
ভিঁজে থাকা শুকনা পাতার পালে

রয়ে গেছে এই ধূসর বেলায় শুধু সেই মাছরাঙ্গা আর
কেউ নেই ; নেই কেউ

No comments: