
দরজার পাশ থেকে অতিন্দ্রীয় হতেছে বৃষ্টি
ফুলেরা জেগে আছে
যেন দুপুর গড়ালে
নেমে আসবে তারা
রাতের প্রহসনে
একদিন ঘুম ভাংতেই স্বচ্ছ হয়ে গেছে
যে অনুভূতি.........
সকালের কুয়াশা ছেড়ে যাওয়া রোদে কৌণিক দূরত্বে নেমে আসে যে মাছরাঙ্গা সেই মাছরাঙ্গা অহর্নিশ কথা বলে....
No comments:
Post a Comment