সকালের কুয়াশা ছেড়ে যাওয়া রোদে কৌণিক দূরত্বে নেমে আসে যে মাছরাঙ্গা সেই মাছরাঙ্গা অহর্নিশ কথা বলে....
ঘনায়েছে মেঘ, কাছে এসো সখা
নাই ভয়; নাই ক্ষয়
আমাদের এই বিদায় বেলায়
চলো আজ দুজনে ধরি হাত
মেলাই বন্ধন
জীবনের অংকন
পার করি অমিনশা অন্ধকার পথচলা....
Post a Comment
↑ Grab this Headline Animator
No comments:
Post a Comment