Saturday, March 8, 2008



ঘনায়েছে মেঘ, কাছে এসো সখা

নাই ভয়; নাই ক্ষয়

আমাদের এই বিদায় বেলায়

চলো আজ দুজনে ধরি হাত

মেলাই বন্ধন

জীবনের অংকন

পার করি অমিনশা অন্ধকার পথচলা....

No comments: