তুমি দিবা-নিদ্রায় অচেতন থাকো তবু ছবিরা কথা বলে...
ছবির উপর ছবি আঁকছি,
দুপুরের সোনা রোদে
ঢুলুঢুলু স্বপ্নেরা
নেমে আসে রঙ্গিন কার্পেট অবধি
আলতা রাঙ্গানো তোমার পা
ঝুলে থাকে
যে ঝুল বারান্দায়
হঠাৎ সেখানেই
জানালার পর্দা ভেদ করে ঠিকরে যে আলো
তার
মাঝে
লুকানো
তোমার চোখে
বেশ মায়া করে তুলে নেই মেহেদী রাঙ্গানো হাত আর
চুপচাপ
এঁকে নেই
অনেক শব্দের একটা ক্যানভাস,
অনাবিস্কৃত বিমূর্ততায় রংতুলি দিয়ে সেই মিগ-৩৩
আমার হাতের কাছে এসে
কথা বলে
ছবিরা তো ছবির কথা বলে কিংবা মনের পর্দায় হামাগুড়ি দিয়ে আলসে
বিকেল অবধি
অপেক্ষায় রাখে
আমাদের সাতকাহন....
(৮-৩-০৮ইং)
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment