প্রিয়তমা, কি করো একা একা
আমিহীন সুনেত্রা দ্বীপের গহীন অরণ্যে
ঝুলন্ত নারকেল ডাল যেখানেই ছোঁয়
ঝুলন্ত নারকেল ডাল যেখানেই ছোঁয়
বালিকা
সেখানেই এক প্রস্থ মেঘ
তুমি মেঘবালিকা !
পাশ ফেরানো উন্মাদনায় কি করো
কি করে বলো
তুমি মেঘবালিকা !
পাশ ফেরানো উন্মাদনায় কি করো
কি করে বলো
জনবসতিহীন ঘনত্বে বেড়েছে প্রসারন
প্রসারিত সীমারেখায় আজকাল দেখাই যায় না দিগন্ত
প্রসারিত সীমারেখায় আজকাল দেখাই যায় না দিগন্ত
তবুও
দ্বীপবাসিনী
তুমি একাকী পার করো দেহঘড়ি
উল্টানো হলে বারবার
দ্বীপবাসিনী
তুমি একাকী পার করো দেহঘড়ি
উল্টানো হলে বারবার
প্রতিবারে একবার ঝরে পড়ে যে মুক্তো
মুক্ত চোখ জোড়া ঝরায়
প্রিয়তমা কি করে ফেরাও মুখ
মুক্ত চোখ জোড়া ঝরায়
প্রিয়তমা কি করে ফেরাও মুখ
কালো কালো কিংবা
শুধু আলো আলো
যতবার আমিহীন
সুনেত্রা দ্বীপ
যতবার আমিহীন
সুনেত্রা দ্বীপ
কাঁদছে দিনরাত
No comments:
Post a Comment