মৃত মাছিটি পড়ে আছে
লাল রঙ্গের তীব্রতায়
নতুবা
একদিন হেঁটে যেতো অনেক সুপুরুষ
কামার্ত নগরীর ফুটপাত দিয়ে
কিংবা
এক মেঘবালিকা উড়ে যেতো
পৃথিবীর নীলাকাশজুড়ে
থামে নি যে পথ
সে পথের ধারে পড়েছিলো
সহস্র চোখ
অজস্র দৃষ্টিবিলাস স্বপ্ন
থেমে যেতে দেখেছে অজস্র রুপকথা
সেই পুঁথির ছেড়া পাতা ফিরে পেয়ে
একদিন আমার হাতের ডানে পড়েছিল সেই মাছি
রোপিত
লৌকিকতায়
যার স্বপ্নবিলাসে কংক্রিট স্লাব নেমেছিলো কঠিন আবরনে
তারপর একদিন শববাহী দ্রুত চলে যায় নগর ছেড়ে...
Friday, March 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment