Friday, March 7, 2008

মৃত মাছির স্বপ্ন

মৃত মাছিটি পড়ে আছে
লাল রঙ্গের তীব্রতায়
নতুবা
একদিন হেঁটে যেতো অনেক সুপুরুষ
কামার্ত নগরীর ফুটপাত দিয়ে
কিংবা
এক মেঘবালিকা উড়ে যেতো
পৃথিবীর নীলাকাশজুড়ে

থামে নি যে পথ
সে পথের ধারে পড়েছিলো
সহস্র চোখ
অজস্র দৃষ্টিবিলাস স্বপ্ন
থেমে যেতে দেখেছে অজস্র রুপকথা

সেই পুঁথির ছেড়া পাতা ফিরে পেয়ে
একদিন আমার হাতের ডানে পড়েছিল সেই মাছি
রোপিত
লৌকিকতায়
যার স্বপ্নবিলাসে কংক্রিট স্লাব নেমেছিলো কঠিন আবরনে

তারপর একদিন শববাহী দ্রুত চলে যায় নগর ছেড়ে...

No comments: