Friday, March 7, 2008


দূরের সেই নারকেল ডাল
বক্রতায়
জড়িয়ে রাখে
আমাদের বিকেল
তাহাদের বিকেল
এক মাঠ সর্ষে দানা জেগে থাকে সপ্রতিভ...

No comments: