Monday, March 24, 2008

উর্বশী হেটে যায়

অযথা চর্বিত হওয়া কিছু অবৈতনিক হাওয়া উড়িয়ে নেয়
ঝুল বারান্দা,
উর্বশী মিহি মসলিনে একবার তাকায়
নিশ্বাস ছোঁয়ায়

মেটাফোর মানস অযথা বিলম্বিত করেছে
তবুও অর্কিড ঝোলানো টবেরা পাতাহরন করেশেষ পলকে

এই সেই সেই নয়
তবুও
উর্বশীর খোলা চুলে তিন হাজার আরব্য উপন্যাস জেগে উঠে
বারবার গীতি কাব্য
বারবার চিত্র নাট্যসংলাপবিহিন দুহাজার নয়শত নিরানব্বই

হাওয়ারা হাওয়াই চপ্পল মসলিন সুগন্ধে মৌ মৌ বিরহে
হেঁটে যায়
হেঁটে হেঁটে
এক কদম,
হাজারটা মাইল পার করে
নিশ্বাস ঘন ঘন হয়ে আসে
গণ জাগরনে।

চর্বনে চর্বিত হতে হতে
এক মুঠো মেঘ ধেয়ে আসবে
বলে পৃথিবীর মেটাফোর ভাংতে ভাংতে ফোর ফোড় তারিখ রেখায় বিলীন

উর্বশী হেটে যাওয়া ঝুল বারান্দা সামনে রেখে
তাকায় শেষ বার

এক রাত আজো বাকী আছে !

No comments: