Saturday, March 29, 2008

জেগে থাকা ঘড়ি

রাত পৌনে বারটার হিম হিম বাতাসে হেঁটে যাই

একটা নেড়ি কুকুর পাশ কাটায়
কয়েকটা রিক্সা আমাকেই পার করে
আর একটা বাইক।


কুঁচকানো চামড়ার ভাঁজে ভাঁজে লোমেরা দাড়ায় হিম হিম বাতাসে।

গুন গুন শব্দে ছোট রাস্তায় ঢুকে পড়ি

পাড়ার পৌরবাতিগুলো একাকী জেগে,

হাস্নাহেনা ঝোপেরা কুন্ডলী পাকায় অবিষধর সাপেরা কিল বিল করে

শল্য চিকিৎসায় জোড়া লাগা হাড়েরা জানান দেয়
পথ আরো বাকি,আরো বাকি হেটে চলার।

রাত বাড়ে যৌবনে, সুঢৌল শরীরে ভাঁজে ভাঁজে
জেগে থাকা ঘড়ির ঘন্টা বাজে।

No comments: