Saturday, March 29, 2008

মথিত স্বপ্নেরা

মথিত স্নপ্নেরা ঘুম থেকে উঠে আকাশ চয়ন করে

উঠে যেতে থাকে

বাষ্পীভবনে

একটা জোনাকী জ্বলে থাকে


অবিনাশী রংয়ে মেহগনি কপাট খুলতেই থাকে
ধীরে
ধীরে
মেলে যেতে থাকা বাসন্তীরা উর্বশী হয়ে,

মেহগনি কপাট খুলে যেতেই
এক রাত্রি সমান নিরাকার সবুজগুলি হাঁটা ধরে
আইলের ট্র্যাক যতটা দেখা যায় ঠিক কাছাকাছি কোথাও

বাঁশঝাড়টা গতকালও সেখানে ছিলো

চাঁদের আলোকচ্ছটা ছিলো

কাজলা দিদি একপাশে দাড়িয়ে মিহি পাতায়


ওরা সোনালী কবিতায় কিছু স্বপ্ন ধারন করে লজ্জাবতী হতে থাকে ।

দক্ষিনায়নের অমোঘ ভায়োলেট সন্ধ্যা নামতেই বাতাসের থেমে যাওয়া গতিপথে
এক অলীক পুরুষ

নুইয়ে আসা এক রাত্রি

বাদামী ফ্যাকাশে রং হয়ে
গ্রীন হাউস খোঁজে

চুপকে চুপকে

ছায়াঘন এক রুপালী দুপুর এ,

স্বপ্ন মথিত হতে থাকে
আকাশ চয়িত।

No comments: