Saturday, March 29, 2008

অহনা তুমি হেঁটেছিলে

অহনা একপশলা বৃষ্টিতে ভিজতে গিয়ে

তুমি ঘাস ফড়িং হয়ে থাকো

নগ্ন অপরাজিতা ছুয়ে

নীল চুম্বনে ।


এক মুঠো রোদে শুকাতে গিয়ে

তুমি প্রজাপতি হয়ে থাকো

আবক্ষ মোনালিসা ছুয়ে

বিমিশ্র রংয়ে।

তুমি বেলকনি হয়ে গ্রোগ্রাসে গিলে ফেলো

রবিবার প্রতিবার।

বাতাসের তির্যকতায় তুমি ঘ্রাণ নাও

রোদের লাবণ্যে সোনালী ডানায়

তুমি স্নিগ্ধা,

বৃষ্টির ছাটে মেহগনি শব্দেরা চোখের কথা বলে।

রবিবাসরীয় এক বিকেলের কাছে

তোমাকে দেখেছিলাম ক্যাকটাস ফুলের একাকী অবসরে

তুমি হেঁটেছিলে এভেনিউ ধরে

মেলানো আঁচল মেলেছিলো ডানা

তুমি মেলেছিলে নির্ঝর দেহখানা ।

No comments: