Saturday, March 29, 2008

দিয়ে এলাম এক অর্ঘ্য

একটা ছুড়ির ভোঁতা অংশে
নিজেকে সঁপে দেওয়া তোমরা

অস্পৃশ্য মাংস হতে হতে
বার বার হেরে যাচ্ছ পবিত্রতায়,

পদস্খলন ঘটাচ্ছ দাম্পত্যের বেডশীটজুড়ে


একদিন বিমূঢ় ঝরা পাতা নেমে নেমে আসে পতনের কাছাকাছি

একটা যন্ত্র এ বার বার কেটে যাচ্ছে তাল

সুরের চন্দ্রিমা উদ্যান প্রান্ত বদল করে ফেলে অনায়াসে

অথচ দুজন পথিক ছিলো
আজ হলো তিন,

প্রতিটি প্লেট এক একটি বার্বিকিউ,
রংগিন ঝলকে অস্বচ্ছ মাংস হতে হতে
মনোজগতের সব বিস্ময় চোখে চোখে

রেখে

সাগর-লীনা তোমাদের চিঠির বাক্সে দিয়ে এলাম

গতকাল এক

অর্ঘ্য

No comments: