Saturday, March 29, 2008

আছি সেই বনলতা

দূরের এক পথে এক বিকেল শেষে এসেছিলো চুপি চুপি ।

কাঁচা পথ ধরে নবরুপা সাজে
পাতারা সবুজ হয়ে
আনমনে বসেছিলো ।

কাছে কাছে

হাতে হাতে রেখে

গোধূলীর সমর্পনে

বলেছিলো
হারাবার নেই ভয় ;

এই আছি

আছি সেই

বনলতা

কল কল ঝরনাধারায় পাতার নড়ে উঠায়

পাখিরা কলকাকলীতে।

এই আছি আছি সেই
উড়ে যাওয়া শাড়ীর আঁচলে

কেঁপে উঠা ঠোটে
চুলেরা যেখানে খেলা করে।

আছি সেই বনলতা।

No comments: