Monday, March 10, 2008

কর্পোরেট দিনকাল

অধরা প্রলেতারিয়ত স্বপ্নে একদিন কর্পোরেট ঘুম

সকাল না হতেই পশ্চাদপদ নগরীর রাজপথ
থেকে
ধোঁয়ার তীব্রতায়
দুষিত হয়ে যাওয়া গাঁদা ফুল

অতঃপর একটা একটা করে খুলে নেয়া গ্যাস বাহন
চমকানো আলোয় কাঁচ

সূর্যটা যখনি হেলে পড়ে
কাঁচেরপ্রাসাদ জুড়ে
ঝনাঝন পড়ে যেতে থাকে
টুকরো টুকরো
হৃদপিন্ড

-মুক্ত হতে থাকা বাণিজ্যিক বিজ্ঞাপন এবং আর্দ্রতা

আমার প্রতিবেশীগন নন-স্মোকিং জোন ধরে
গ্যাসমুখোশ
পরিহিতার সন্ধানে হাঁটতে থাকেন
শপিং মলের করিডোর ধরে
এবং
দিন-রাত
আমি রবোটিক চকোলেট চুষে নিতে থাকি ক্রমশঃ

শ্রাবন্তী আজ আসবে না জেনেও..

No comments: