Monday, March 10, 2008

দাবানল

প্রথমে
দু’জন মানুষ
তৃতীয় নয়ন এবংএকটি উপত্যকায় দাবানল শুরু।

তৃণেরা জ্বলতে থাকে
মাটি জ্বলে
পৃথিবীও।

দুটি মানুষ, সংগে নিয়ে আসা ক্যাম্পফায়ার, তারপর একদিন পৃথিবীটা জ্বলতে শুরু করে।

১৫/০৮/২০০৬ইং

No comments: