Sunday, March 30, 2008

জলছবি

ভরা দুপুরটা জলছবি হতে গিয়ে
সিসিলির এক প্রস্থ মেঘে
হাতছানি দেয়
এক নারী
আবক্ষ
মাদকতায়।

বালিরা হেটে যায় সাগর সংগমে
কাঁকড়ার আঁকা বির্মূত পদচিহ্নে
সাইকাস ডাল নড়ে
ঋষিকেশ
আবছায়ায়।

গাংচিল নেমে আসে হঠাৎ
ভূমধ্যসাগরীয় তরঙ্গে তোলপাড় সুনামীতে
ভেসে আসে অবশেষে ঝিনুকেরা
একাকী
নীলাঞ্জনায় ।

ফেনিল ঢেউয়েরা আকাশ ছোঁয়
বিকেলের অবসন্ন সূর্য বিষাদে
তার নিস্তব্ধতা গোধূলির হাতে
হাত রাখে
বিষন্নতায়।

সিসিলির মলিন মায়াজলে
সে শুধু নিজেরি জলছবি আঁকে !

No comments: