Saturday, March 29, 2008

আব্দুল এখন পোস্টার, জাতীয় দৈনিকের শিরোনাম !!

আজ শুক্রবার, বিকেল পাঁচটা। কালো মেঘে শ্রাবনের একটা বিকেলধীরে ধীরে শহরতলীর এ গলিটায় হেটে এসেএকটি মুদির দোকানের সামনে দাড়ালাম,ওপাড়ে রহিম চাচা আর উনার ২ টাকার চা। এক কাপ চায়ের সাথে গতকালকের বেচে যাওয়া তেলে ভাজা পরটা জমছিল বেশ, এমন সময় একটা মিছিল এগিয়ে গেল; কিছু মানুষ হাতে প্ল্যাকার্ডএকশত টাকার হায়ার্ড প্লেয়ার, বিরিয়ানী এন্ড লাঠিচার্জ ফ্রি।

আজ আব্দুলকে ও দেখছি না, মনে হয় সেও মুফতে ।

এককাপ চায়ে পরটা ভিজতে ভিজতে তলানিটা চোখে ধরা পড়ল। আজ আব্দুল থাকলে আবার রিনিউ হত চায়ের অর্ডার।

দ্রিম, দ্রিম , দ্রিম, ধুম ধাম ।

মার মার । মার কাট করে দেখি সেই মিছিল সেই চায়ের স্টল হুড়মুড় করে লোকে লোকারন্য। চায়ের তলানিটা শার্টের বুক পকেটে। ধাওয়া পাল্টা ধাওয়া।

অনেকক্ষণ হল অলি গলি চোরা পথে বাসায় ফেরা। সাড়ে সাতটার বিবিসি বাংলা সংবাদ। আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল। বিরোধীদলের শান্তিপূর্ন মিছিলে পুলিশের বিনা উস্কানীতে গুলি বর্ষনে চৌদ্দ বছরের এক কিশোর নিহত।

সরকারী প্রেস নোট, জনস্বার্থে পুলিশের উপর জংগী মিছিলের হামলা ঠেকাতে গিয়ে একজন সন্ত্রাসী ক্যাডার নিহত, দুই জন কনস্টেবল এবং একজন সাধারন পথচারী আহত !

পরেরদিন শুভ সকাল। দৈনিক প্রথম আলো।
ছবিসহ শিরোনামে অলংকৃত বিরোধী দলের একজন কর্মী, নিহত। আরো বেশ কিছু আহত, দীর্ঘশ্বাস নিলাম !

No comments: