Saturday, March 29, 2008

হেয়ালী টিন্টেড আয়না

হেয়ালী টিন্টেড আয়নাটা ফ্যাকাশে রংয়ের কাছে এক ফোঁটা

এক ফোটাই পানির ঝাপটায় দুমড়ানো হাতের ছাপে নিশ্বাস দীর্ঘশ্বাস রেখাচিত্রে।

বাঁকা হতে গিয়ে এলুমিনিয়াম দন্ড

হারায় কি হোল,

একটা নখের থাবায় একটা রংধনু,

রংয়েরা পেইন্টেড বার্জার কালার ব্যাংক হয়ে আজকাল আমাদের বেডরুমে আসে

যৌবন হারায়
কুৎসিত পোষাকে লীন হওয়া টিন্টেড শুধু সৌর প্যানেল নির্মানে।

আয়নাটা দুরে সরে সরে
স্লিম হতে হতে প্লাজমা টিভির পর্দায় লেগে থাকে,
রোমে তখন একজন সুদর্শন পুরূষ

স্যাক্সোফোন বাজাতে থাকেন।

No comments: