Monday, March 31, 2008

আমি তাকে সালমা ভাবছি না

আমি কোন কথা বলছি না অথচ সে একজন পুর্য়াতোরিকান-স্প্যানিশ
তাকে সালমা ভাবছি না অথচ সে উপমহাদেশীয় ঢংয়ে নেমে আসছে ঝুলন্ত সিঁড়ি হয়ে
রেলিং এ হাত ; হাতে মেহেদী


তার ওধারে ঝুলে পর্দা
পর্দার ওপাশ জুড়ে কনকনে শীত

রাত বেশি হলে ওর তাড়া বাড়ে ; দৌড়ায় এবং ঝাঁপ দেয়

অথচ ওর গায়ের রং পীত বর্ণ জেনে আমি কোন কথা বলছি না পশমী চাঁদরে

দূর থেকে যতবার টিউন করি গীটারের তার,
ছিড়ে যায় তারপর...

সানাই বেঁজে উঠে নাইটগাউন ললনা হয়,

প্রখর রৌদ্রে লং স্কার্টগুলো আরো বাহারি হলে
মেঘ-বৃষ্টির উপেক্ষায় একদল বাদক ধীরে ধীরে রাস্তায় নামেন জলপাই রংয়ে,

বজ্রপাত ঘটার কামনায়

ঢালুপথে সব কিছু কাল রং হতে পারে

এবং
বেনীদুটো কষেরুকা বেয়ে নেমে আসে

যদি মাটি ছোঁয় তরঙ্গে মোটর যানগুলো

পেরোয় রাজপথ ধূসর বিকেলে
তবুও সে রয়ে যায় অসীম সম্ভাবনায়
অনিদ্রায়

একটি স্পার্কড রান্নাঘর ; ঝিলিমিলি
একমুঠো মশলার সমাহার এবং ব্যাপক রেসিপিতে পুড়ছে

অনেকগুলো ইলিশ থেকে ভিন্নতর ক্যাট ফিশ

উম ‌ ম !

উপমহাদেশীয় গ্রীস্মে সুনসান শহরজুড়ে ছড়ানো পার্কিং লট
আলো-আঁধারি ;


কোথাও এর্নাজি সেভিং বলয়

এবঙ ফোঁটা ফোঁটা পুরোনো দিনের জমে থাকা পানি
ছিটকে পড়েছে যতবার

ততবার সব কিছু কস্টিউমড হয়ে গেলে
অনেক দূর থেকে অনুবাদ হতে থাকে

পীত ত্বকে উপমাগুলো

বাদকযন্ত্রে ....পার্কিং লট

আমি এখনও তাকে সালমা ভাবছি না কিংবা
============================

এই লেখাটি এখানেও পাবেন =>

No comments: