Friday, March 28, 2008

প্রখর মানব

একফালি চাঁদেরা ফালি ফালি করে কাটা হতে থাকে।

একজন প্রখর মানব নিজেকে সর্বজান্তা ভেবে
খোয়াবনামা খোলেন

অগৌরবীয় কিছু শবদে তিনি নিজেকে আত্মমগ্নতায় ডোবান
সৌরভীয় কিছু বচনে
টিয়া পাখির বোলবাল সব প্রখর রোদে তছনছ হয়

হাতে নেমে আসে খড়্‌গ সূর্যের আর্যতায়
ক্রমাগত দূর্বোধ্যতায় ইনকারা
সোনার পিতল বাটি আর
চকমকি পাথর খোঁজে

প্রতি রাতে তিনি ডুবে যেতে যেতে
ব্লু হেভেন খোলেন
ভক্তেরা যতই আবেগের ডালি খোলে
ততবার তিনি নিজেকেই তুর্কী ভাবেন
অবোধ অভিধানে নিজের প্রমত্ততায়
ক্যাম্প ফায়ার জ্বালান
শরতের বিকেলে

তিনি প্রতিটি ছুড়ির ছোঁয়ায় একশটি কবিতা ডাকেন
কবিতারা দে দৌড়
কয়লার ভাটিতে আজ রাতের খাবার !

প্রখর মানব শুভ্র সকালে ফালি ফালি চাঁদ খেতে শুরু করেন।

No comments: