Friday, March 28, 2008

সে নীলা

নীলা বলেই সে ভাবতেই ভালবাসে
কখনো বেতার ঘোষনায়
রংয়েরা মলিন হলে দৃশ্যমান
তারপর সর্বেসর্বা ভাবতেই পুলকিত
এশা রাতের শ্রাবনে প্রার্থনায়
সে হরদম নীলাম্বরী।

প্রহেলিকায় ঘোষনা আসে মিহি একটি কবিতা
সংলাপে শুধুই ধুসর
আকাশে
গোলাপী আভায় কমলালেবুর কোয়ারা
উড়ে আসে
ছোঁয়
রস রস আকাশে অনেকগুলি উড়ে যায়

ডানারা সে রাতের খাবারে নীলাভ আলো
নিজেকেই জ্বালিয়ে রাখে।

গভীরতর চাঁদেরা একাকী নিশাচর
কিছু জোছনা বিলাতে থাকে
সে নীল অবগাহনে

নীলা

নীলাভ

নীলাম্বরী হতে থাকে

No comments: