Friday, March 28, 2008

শিশুতোষ

ক.
ছোট দুটি হাত
নিশপিশ করে চলে
বইয়ের পাতা, পেন্সিল (আর) খাতা।

এ ছাতাটা কাল?

আমাল ! আমাল

র্নিলোভ।

ছোট দুটি হাত, নিরীহ দুটি চোখ
হর হামেশা এধার ওধার, বার বার।

খ.
কখনও
টমের দৌড়
কখনও ছটফট জেরী
কখনও সিনড্রেলা;
কখনও আলাদীন

ঠাকুর মা’র ঝুলিতে ঝুলে থাকা সারাদিন
কার্টুন নেটওয়ার্ক আর বেবীজ ডে আউট।

কখনও
আ-আব্বু
টুমি বলো
কেন চাঁদমামা রাতে ওঠে?

প্রশ্নেরা বারে বারে আসে।

টম কেন জেরী নয়;
পাঁজী বুলডগ ?

চাঁদেরা কেন নয়;
দিনের আলোতে সূর্য ??


গ.

পেন্সিল
ছেড়া বই
অগোছালো ঘরময় খেলাঘর,
খেলার ফাঁকে ফাঁকে ঘুম।

পলীক্ষা
কেন দেবো?

আ-আব্বু টুমি চলো
এবালে টুমি আমাল পাশে।


খিদে কেন এত?
মুলতবী এ বেলা
প্রতিবার খেতে হয় নাকি ?
দৌড় !

দে ছুট,
পেছনে আম্মু, সামনে
দাদুর কোল জুড়ে বেষ্টনী।

ছাড় না ওকে,

দাদুর নিরাপত্তা
প্রশয়!!


শিশুতোষ
বাল্যতা এবং
র্নিলোভ বেড়ে উঠা
প্রতিটি মানব শিশুর হোক।

গড়ে তুলি অকাতর স্নেহ, ভালবাসা ও প্রশ্রয়ে
প্রতিটি নবজাতক বেড়ে উঠুক এমন আশ্রয়ে।

No comments: