Friday, March 28, 2008

স্মৃতি

স্মৃতিকে বলেছিলাম,
যেদিন তোমার পঞ্চাশ হবে
সেদিন
আধপাকা চুলে
পাওয়ার গ্লাস চোখে
হোক শাড়িতে
তবুও
আমার দরজায় কড়া নেড়ো।

দু’জনে এক সাথে
সেদিন প্রথম মুখোমুখি হবো,
হাত ধরবো,
অপলক তাকিয়ে থাকবো।

লং ড্রাইভে যাবো।
বিকেলের সান্নিধ্যে সব ভুলে গিয়ে
অনুভবে একাকার হবো
নষ্টলজিয়ার পথ ধরে।

মৃদু হেসে বলেছিলে তুমি
আগে উনপঞ্চাশ তো হোক;
যদি তার আগেই বিস্মৃতির আড়ালে যাই
তাহলে কেন পঞ্চাশ ভাবনা।

জানোতো, বিস্মৃতির আবডালে প্রতিনিয়ত স্মৃতিরা হারায় ...
.. .. Memories are blown,
Where times are grown... ..


তাই ছত্রিশেই এসে সব ভাবনা
বিগত যৌবনা

ক্লান্তিতে একাকী হাঁটতে শুরু করে.........

No comments: